Sunday, 20 April 2014

আর সেই পুরনো গল্প

এক বয়স্ক লোক অনেকদিন পর তার ভার্সিটির হোস্টেলে গেলেন!! তিনি ভার্সিটি পড়াকালীন যেই রুমে থাকতেন সেই রুমে নক করার পর এক কমবয়সী ছেলে দরজা খুলল!!

লোকটি বললেনঃ "আমি আগে যখন এই ইউনিভার্সিটিতে পরতাম, তখন হোস্টেলের এই রুমটায় থাকতাম!! আমি কি একটু ঘুরে দেখতে পারি রুমটা?? পুরনো স্মৃতিগুলো একটু ঝালিয়ে নিতাম!!

ছেলেটি ঢুকতে দিলো!!

লোকটি ঢুকে তার পুরনো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর বলতে লাগলেনঃ "ঐ সেই পুরনো দরজা!! সে পুরনো জানালা!! সেই পুরনো বিছানাটা, আজো আছে!!

এরপর সে দেখল চেয়ারে এক মেয়ে বসা!!

তখন ছেলেটি অপ্রস্তুত গলায় বললঃ "ও আমার বোন হয়!! আমার কাছ থেকে কিছু পড়া বুঝে নিতে এসেছে!!

তখন লোকটি হাসল আর বললঃ "আর সেই পুরনো গল্প!!"

No comments:

Post a Comment