ভুতের গল্প 1

Monday, 21 April 2014

বল্টুর বাসায় গরুর খামার

বল্টুর বাসায় গরুর খামার আছে। অনেক গরু। তো প্রতিদিন সকালে গরুর দুধ দুইতে দুইতে ওর বাবার হাত ব্যথা হয়ে যায়। তো একদিন বল্টুর বাবা বাজার থেকে একদিন একটা মেশিন
নিয়ে আসলো। ওইটা গাভীর স্তনে লাগিয়ে বোতাম চাপলে অটো দুধ বের হতে থাকে।
বল্টু তখন কিছুটা বড় হইছে। তো ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। কেমন আরাম লাগে দেখার জন্য সে দুধ দোওয়ার মেশিনটা জায়গামত (গোপন অঙ্গে) লাগিয়ে সে আরামে উপভোগ করতে লাগলো। তো কিছুক্ষণ পর বল্টুর আউট হয়ে গেলো। কিন্তু মেশিন থামে না। সে তন্ন তন্ন করে খুঁজেও মেশিনের আর কোনো বোতাম পায়না। ইতিমধ্যে তার আরো একবার হয়ে গেলো। কিন্তু মেশিন থামে না। চলছেই। বল্টু দেখে যে মাত্র একটাই বোতাম মেশিনে, বার বার সে ওইটাই চেপে চলে কিন্তু মেশিন থামে না। ইতিমধ্যে আর একবার হয়ে গেলো। বল্টু পাগল
হয়ে গিয়ে ক্যাটালগ খুজে দেখে সেখানে লিখা.


" ১ লিটার বের না হওয়ার আগে এই মেশিন থামবে না! আনন্দে থাকুন!"