চাকরী পেয়ে আমাদের সুমিত একটা নতুন এ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। পাড়ার বন্ধুরা সুমিতের ঐ এ্যাপার্টমেন্ট দেখতে গেলো।
সুমিত খুবই গর্বিতভাবে পুরো ফ্ল্যাটটা সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলো। হঠাৎ একটা বিশাল পেতলের ঘন্টা আর হাতুড়ি দেখতে পেয়ে বন্ধুরা জিজ্ঞেস করলো, "এই সুমিত, এটা কি রে?"
সুমিত বললো, "আরে এটা! এটা হলো কথা বলা ঘড়ি।"
বন্ধুরা একটু অবাক হয়ে আবারো জিজ্ঞেস করলো, "আচ্ছা, এটা কিভাবে কাজ করে?"
সুমিত বললো, "দাঁড়া, আমি দেখাচ্ছি।"
এই বলেই হাতুড়িটা দিয়ে গায়ের জোরে এক ঘা বসালো ঐ ঘন্টায় আর ঘন্টা থেকে এক কান ফাটানো আওয়াজ বেরোলো।
সাথে সাথেই দেওয়ালের ওধার থেকে একটা চীৎকার ভেসে এলো, "আরে পাগল নাকি? রাত দুটোর সময় এটা কি ইয়ার্কি হচ্ছে?"
সুমিত খুবই গর্বিতভাবে পুরো ফ্ল্যাটটা সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছিলো। হঠাৎ একটা বিশাল পেতলের ঘন্টা আর হাতুড়ি দেখতে পেয়ে বন্ধুরা জিজ্ঞেস করলো, "এই সুমিত, এটা কি রে?"
সুমিত বললো, "আরে এটা! এটা হলো কথা বলা ঘড়ি।"
বন্ধুরা একটু অবাক হয়ে আবারো জিজ্ঞেস করলো, "আচ্ছা, এটা কিভাবে কাজ করে?"
সুমিত বললো, "দাঁড়া, আমি দেখাচ্ছি।"
এই বলেই হাতুড়িটা দিয়ে গায়ের জোরে এক ঘা বসালো ঐ ঘন্টায় আর ঘন্টা থেকে এক কান ফাটানো আওয়াজ বেরোলো।
সাথে সাথেই দেওয়ালের ওধার থেকে একটা চীৎকার ভেসে এলো, "আরে পাগল নাকি? রাত দুটোর সময় এটা কি ইয়ার্কি হচ্ছে?"