আমাদের স্কুলের সিনিয়র রাজাদা এনডিএ থেকে আর্মির অফিসার হয়ে বেরিয়েছে। ছুটি-ছাটায় বাড়ি এলে রাজাদার সঙ্গে আমাদের জোর আড্ডা হয়। তা এইবার রাজাদা আড্ডায় এসে বললো যে একটা জব্বর ঘটনা ঘটেছে। রাজাদার কথায়ই বাকিটা শোনা যায়।
রাজাদা, "আমার কোম্পানিতে দুজন নতুন জওয়ান যোগ দিয়েছে। একদিন আমি ছাউনির ভেতরেই হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এই দুজনের কথাকানে এলো।
প্রথম জওয়ান,
'তা তুমি সেনাবাহিনীতে কেনো যোগ দিলে?'
দ্বিতীয় জওয়ান, 'আমার বউ নেই, আর আমার যুদ্ধ করতে ভালো লাগে। কিন্তু তুমি কেনো যোগ দিলে?"
প্রথম জওয়ান, 'আমার বাড়িতে বউ আছে। আর আমার শান্তি ভালো লাগে।'
তা দেখলি, লোকে কি কি কারনের জন্য সেনাবাহিনীতে যোগ দেয়!"
রাজাদা, "আমার কোম্পানিতে দুজন নতুন জওয়ান যোগ দিয়েছে। একদিন আমি ছাউনির ভেতরেই হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এই দুজনের কথাকানে এলো।
প্রথম জওয়ান,
'তা তুমি সেনাবাহিনীতে কেনো যোগ দিলে?'
দ্বিতীয় জওয়ান, 'আমার বউ নেই, আর আমার যুদ্ধ করতে ভালো লাগে। কিন্তু তুমি কেনো যোগ দিলে?"
প্রথম জওয়ান, 'আমার বাড়িতে বউ আছে। আর আমার শান্তি ভালো লাগে।'
তা দেখলি, লোকে কি কি কারনের জন্য সেনাবাহিনীতে যোগ দেয়!"