ভুতের গল্প 1

Wednesday 16 July 2014

দোকানদারের পরামর্শ

পচাদার ভীষণ শরীর খারাপ। তো সবাই মিলে ঠেলেঠুলে একজন বড় স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে পচাদাকে পাঠানো হলো।
ডাক্তার বাবু বেশ কিছুক্ষণ ধরে পচাদাকে ভালোভাবে দেখেটেখে বললেন, "হুমম! কেসটা বেশ সিরিয়াস বাঁধিয়েছেন দেখছি। তা এর আগে কারো কাছে গেছিলেন নাকি?"
পচাদা, "হ্যাঁ! ঐতো, আমাদের পাড়ার ঔষধের দোকান আছে, ওখানে গিয়েছিলাম।"
ডাক্তার বাবু এবার একটু বিরক্ত হয়েই বললেন, "ঐ তো ভুল করেন! কেন যে ঔষধের দোকানে যান! আরে
ওরা কি ডাক্তার? ওরা হল দোকানদার। তা সে দোকানদারটা নিশ্চয়ই ছাগলের মতো কিছু একটা পরামর্শ দিয়ে দিয়েছে?"
পচাদা, "হ্যাঁ! তা অবশ্য দিয়েছে।"
ডাক্তার বাবু একটু ব্যঙ্গচ্ছলে বললেন, "কি উল্টোপাল্টা পরামর্শ দিয়েছে শুনি।"
পচাদা কানটাকে একটু চুলকে নিয়ে বললো, "ঐ আপনার কাছে আসতে বলল।"