ভুতের গল্প 1

Sunday, 27 July 2014

পচাদার বক্তৃতা আত্মহত্যা

একবার পাড়ার এক অনুষ্ঠানে পচাদাকে আত্মহত্যা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিলো। সেই পচাদার শেষ বক্তৃতা।
পচাদা ভাষণ দিচ্ছে, "বন্ধুগণ, আত্মহত্যা হচ্ছে এমন একটা খারাপ জিনিস যেটা করলে আপনার নিজেকে ক্ষতি করা হয়। আত্মহত্যা
এমন এক জিনিস যেটা করলে পাপ হয়, যেটা করলে দোষ হয়। আত্মহত্যা করা মানে হল আপনার মাথায় যে বুদ্ধি নেই তার পরিচয় দেওয়া, আপনি যে পাগল তার পরিচয় দেওয়া।
তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, এভাবে আত্মহত্যা করার চেয়ে নিজের মাথায় নিজে গুলি করে মরা ভালো!"