Friday, 4 July 2014

বিয়ে করতে কত টাকা খরচ হয়

আমাদের পল্টু যখন ক্লাস ফাইভে পড়তো, তাদের পাড়াতে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছিল। সে তার বাবার কাছে গিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো,
"বাবা, বিয়ে করতে কত টাকা খরচ হয়?"
পল্টুর বাবা, যিনি খুব অমায়িক ভদ্রলোক, তিনি বললেন,

"এখনো জানি না রে। বিয়ের সময় থেকেই তো টাকা খরচ হয়েই চলেছে!"

No comments:

Post a Comment