ভুতের গল্প 1

Sunday, 13 July 2014

হাড়কেপ্পন বলে বিরাট দুর্নাম

আমাদের পাশের গলির সুবোধবাবুর হাড়কেপ্পন বলে বিরাট দুর্নাম আছে। দুষ্টু লোকে বলে যে সকালে সুবোধবাবুর মুখ দেখলে নাকি সারা দিন আর খাওয়া জুটে না। সেই সুবোধবাবুর একটাই ছেলে, সমীর।
সমীর তার বাবাকে একদিন বললো, "বাবা, আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না। আমাকে একটা চশমা বানিয়ে দাও।"
সুবোধ, আকাশের দিকে তাকিয়ে, "বল তো ওটা কি?"

সমীর, "ওটা তো চাঁদ, বাবা।"
সুবোধ সঙ্গে সঙ্গে ছেলের মাথায় এক চাঁটি বসিয়ে, "বাঃ! তুই আর কতো দূরের জিনিস দেখতে চাস?"